Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ব্রেকিং : লকডাউনে চলবে, তবে নতুন নিয়মে! ঘোষণা প্রধানমন্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউন বাড়ছে, জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‛করোনা দীর্ঘ দিন ধরে আমাদের সঙ্গে থাকবে। কিন্তু আমরা এমন চলতে দিতে পারি না যে আমাদের জীবন করোনাকে ঘিরে আবর্তিত হয়। তাই আমরা মাস্ক পরব। পারস্পরিক ২ গজ দূরত্ব রেখে চলব। কিন্তু এগোবও।
তাই লকডাউনের চতুর্থ পর্যায় অন্য রকম হবে। অন রঙ ও রূপের হবে। তা ১৮ তারিখের আগে ঘোষণা করা হবে।’

এদিনের ভাষণে তিনি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। তিনি বলেন, ‛বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছি- যা আত্মনির্ভরতার সহায়ক হবে।
করোনা সংকটের মোকাবিলায় যে আর্থিক প্যাকেজ সরকার এর আগে ঘোষণা করেছে, রিজার্ভ ব্যাঙ্ক যে ঘোষণা করেছে আর আজকের প্যাকেজ জুড়ে দিয়ে তার বহর হবে ২০ লক্ষ কোটি টাকা।যা দেশের গড় জাতীয় উৎপাদনের ১০ শতাংশ।’

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!