দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সরকারি মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে আন-এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের প্রকাশ্যে রাস্তার উপর নির্মম ভাবে অত্যাচার করে গ্রেফতার করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে।
যার পর থেকে জোরালো আন্দোলনে নেমেছেন শিক্ষক-শিক্ষিকারা। এরই মাঝে খবর পাওয়া যাচ্ছে আন্দোলনরত অবস্থায় মারা গিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। তাঁর নাম বরুণ মন্ডল। যদিও এই খবরের পূর্ণাঙ্গ সত্যতা যাচাই করতে পারেনি দৈনিক সমাচার।