দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নারদা-কাণ্ডে এবার ইডি-র নোটিস পৌঁছল তৃণমূলের তিন নেতার ঘরে। সূত্রের খবর, কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রকে দেওয়া হয়েছে এই নোটিস।
সূত্রের খবর, ওই তিন নেতার আয়-ব্যয়ের হিসেব চেয়েছে ইডি। ২০০৮ থেকে তাদের আয়কর রিটার্ন ও সম্পত্তির খতিয়ান মিলিয়ে দেখাই উদ্দেশ্য। অনেকের সন্দেহ, আয়ের অতিরিক্ত সম্পত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই নোটিস পাঠানো হয়েছে।
২০১৪ সালে নারদা নিউজ ডট কম নামের একটি সংবাদ মাধ্যম আলোড়ন ফেলে দিয়েছিল গোটা দেশে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই চ্যানেলের স্টিং অপারেশনে দেখা যায় যে, তৃণমূলের বিভিন্ন নেতা-মন্ত্রীরা ও কিছু পুলিশ অফিসার টাকা নিচ্ছেন।