Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

Breaking: প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জীবন-যুদ্ধে শেষ পর্যন্ত হার-ই মানতে হল অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে। সোমবার বিকালে চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে পাড়ি জমিয়েছেন মহাপ্রস্থানের পথে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। অসমের ইতিহাসে সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার রেকর্ডের অধিকারী ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা। তাঁর ছেলে গৌরব গগৈ কংগ্রেসের সাংসদ। এক সময়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষকের দায়িত্ব পালনও করেছিলেন।

গত অগস্ট মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার ক্রমশ অবনতি ঘটায় এক পর্যায়ে প্লাজমা থেরাপিও প্রয়োগ করা হয়। চিকি‍ৎসকদের আপ্রাণ লড়াইয়ের ফলে করোনাকে হার মানান কংগ্রেসের প্রবীণ নেতা। কিন্তু করোনা নেগেটিভ হলেও বয়সজনিত কারণে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। গত ২ নভেম্বর থেকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যায় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালাতে থাকেন। শনিবার দুপুরের পর থেকেই তাঁর শারীরীক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে। এক পর্যায়ে কোমাচ্ছন্নও হয়ে পড়েন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবন বাঁচাতে ছয় ঘন্টার বেশি সময় ধরে ডায়ালাসিস করেন চিকি‍ৎসকরা। কিন্তু তাতে মৃত্যুদূতের নির্মম থাবা থেকে বাঁচানো যায়নি তাঁকে।

 

Leave a Reply

error: Content is protected !!