দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রয়াত মোদীর মন্ত্রীসভার মন্ত্রী রামবিলাস পাসওয়ান। বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন ট্যুইট করে সেই খবর জানিয়েছেন তাঁর ছেলে চিরাগ পাসোয়ান।
पापा….अब आप इस दुनिया में नहीं हैं लेकिन मुझे पता है आप जहां भी हैं हमेशा मेरे साथ हैं।
Miss you Papa… pic.twitter.com/Qc9wF6Jl6Z— युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) October 8, 2020
জানা গিয়েছে, হৃদরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপরই তাঁর মৃত্যু হয়। কেন্দ্রের ক্রেতা সুরক্ষা ও খাদ্য মন্ত্রক সামলাতেন তিনি।