নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : ‛ভ্রাতৃত্বই রাজনৈতিক সমাধান’ – এই শিরোনামে গত দু’মাস ধরে সারা বাংলায় একটি ক্যাম্পেন পরিচালনা করল ফ্রাটারনিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ শাখা। তারই অংশ হিসেবে আজ সংগঠনটির পক্ষ থেকে কলকাতার মৌলালী যুব কেন্দ্রে এক ছাত্র-যুব সমাবেশের আয়োজন করা হয়েছিল। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রাটারনিটি মুভমেন্ট-এর সর্বভারতীয় সভাপতি আনসার আবু বাকার।
আনসার আবু বাকার নিজের বক্তৃতায় বলেন, ‛বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের দেশে এজেন্ডা এবং প্রোপাগাণ্ডাগুলিকে এমনভাবে প্রচার করা হয়েছে যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস অস্থিতিশীল হয়ে উঠেছে। লোকেরা আর একে অপরের উপর নির্ভর করতে পারছে না। স্বতন্ত্র পরিচয় সহ একটি ব্যক্তি অন্যকে ভয় এবং সন্দেহের সাথে দেখছে। আমাদের প্রিয় ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দেশের প্রকৃত শক্তি হল – বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি, প্রজাতি এবং বিভিন্ন ভাষার মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, যা এখন ঝুঁকির মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, ‛প্রতিটি অতিক্রান্ত দিনের সাথে আমরা একটি দুর্বল, ভঙ্গুর জাতি হয়ে উঠছি। এর কারনে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে। আমরা এতটা কঠিন সময় পার করছি যে, কোনও দলিত ব্যক্তি আর ভাবতে পারে না যে তার অধিকার সুরক্ষিত করতে পারে কোনো অদলিত মানুষ। একইভাবে, আজ একজন মুসলিম ব্যক্তি ভাবতে পারে না যে তার অধিকার এবং মর্যাদা কোনও অমুসলিম দ্বারা রক্ষা করা যেতে পারে। সুতরাং, হিন্দুদের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়ে উঠছে। ধর্ম ছাড়াও এটি ভাষার ক্ষেত্রেও কঠোর বাস্তবত হয়ে উঠছে। উদাহরণস্বরূপ, বাঙালিরা মনে করেন যে অ-বাঙালির হাতে তাদের অধিকারের যথাযথ যত্ন নেওয়া হবে না।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
ফ্রাটারনিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি আরাফাত আলী বলেন, ‛এই রাজনৈতিক সংকট ও দ্বিধাদ্বন্দ্বের সমাধানের জন্য ফ্রাটারনিটি মুভমেন্ট একটি ছাত্র-যুব রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করেছে। আমরা বিশ্বাস করি যে, ভ্রাতৃত্বই রাজনৈতিক সমাধান। কেবল ভ্রাতৃত্ববোধই আমাদেরকে এক সুতোতে বেঁধে রাখতে পারে প্রেম, করুণা এবং মানবতার সূত্রে।’ এদিনের সমাবেশে বক্তব্য রাখেন ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ রইসুদ্দিন। তিনি বলেন, ‛বর্তমান ভারতে সস্তার রাজনীতি হচ্ছে, ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে লড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে সংকীর্ণতার বীজকে বপন করে দেওয়া হচ্ছে। এই সময় ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে সমস্ত সংকীর্ণতার উর্দ্ধে উঠে সমস্ত মানুষকে এক হতে হবে। ভ্রাতৃত্বর ছায়ায় সকলকে এক হয়ে মানুষের মূল চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যর জন্য আন্দোলন করতে হবে।’
এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাশিহুজ্জামান আনসারী, ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন, সাধারণ সম্পাদক সারওয়ার হাসান প্রমুখ। উল্লেখ্য, এই সমাবেশ থেকেই ২০২০-২১ সেশনের জন্য সংগঠনের রাজ্য নেতৃত্ব গঠিত হয় ও নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন আরাফাত আলী। সহ-সভাপতি হন মন্টুরাম হালদার ও সফিউন নেসা। রাজ্য সাধারণ সম্পাদকমন্ডলী নির্বাচিত হয়েছেন আবু জাফর মোল্লা ও আবু তাহের আনসারী। সেইসঙ্গে রাজ্য সম্পাদক মন্ডলীর পাঁচ জন নির্বাচিত সদস্যের মধ্যে আছেন রোকাইয়া খাতুন, রমেশ মন্ডল, মোঃ সাফাতুল্লাহ, রমজান আলী ও সুস্মিতা সেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন