Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘‌সেতু তৈরি করুন, দেওয়াল নয়’ রাস্তায় পেরেক পোতা নিয়ে মোদী সরকারকে তোপ রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভস্থলে তারকাঁটা। ব্যারিকেড। হাজার হাজার পুলিশ কর্মী। সঙ্গে র‌্যাফ আর সিএপিএফ। বন্ধ ইন্টারনেট পরিষেবা। কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না বিক্ষোভস্থলে। বলতে গেলে রাজধানীর সীমান্তে প্রায় একঘরে করে রাখা হয়েছে কৃষকদের। এবার এই নিয়েই মুখ খুললেন রাহুল গান্ধী।


টুইটারে চারটি ছবি পোস্ট করলেন। তাতে দেখা যাচ্ছে, কীভাবে তারকাঁটা, পেরেক, ছড়িয়ে রয়েছে বিক্ষোভস্থলে। কীভাবে গাজিপুর–মেরঠ জাতীয় সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। যার জেরে উত্তরপ্রদেশ থেকে কৃষকরা আর ঢুকতে পারছেন না দিল্লি সীমান্তে বিক্ষোভস্থলে। এই ছবি দিয়ে রাহুল লিখলেন, ‘‌সেতু তৈরি করুন, দেওয়াল নয়’।

 

গত সপ্তাহে রাহুল টুইট করে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদিকে। লিখেছিলেন, ‘‌কৃষক এবং শ্রমিকদের ওপর হামলা চালিয়ে প্রধানমন্ত্রী দেশকে দুর্বল করছেন। এতে শুধু দেশদ্রোহীরাই সুবিধা পাবেন।’‌ এদিন সকালে কৃষক বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কাও। লিখেছেন, ‘‌প্রধানমন্ত্রীজি, নিজেদের কৃষকদের সঙ্গেই যুদ্ধ?‌’‌

 

Leave a Reply

error: Content is protected !!