Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

জ্বালানির জ্বালা, মোদীর ‛উজ্জ্বলা’য় লাথি মেরে ফের উনুনেই ফিরলেন গৃহবধূরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: চুলােয় গেছে কেন্দ্র সরকারের দেওয়া গ্যাস সিলিন্ডার , গ‍্যাস ওভেন । কাঠের চুলােতেই রান্না করছেন ওঁরা‌। “ উজ্জ্বলা ‘ প্রকল্পে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও গ্যাস ওভেন পেয়েছিলেন ওই গরিব পরিবারগুলি । বেশ কয়েক মাস ধরেই তাতে রান্নাবান্না করছিলেন । ভেবেছিলেন বােধহয় ‘ আচ্ছে ‘ দিন আসছে । কিন্তু এখন দেখছেন গ্যাসের দাম আকাশছোঁয়া। প্রায় এক হাজার টাকা প্রতি সিলিন্ডার । অত টাকা দিয়ে এই মহামারী পরিস্থিতিতে ওঁরা গ্যাস কিনবেন কী করে ? তাই আর গ্যাসের সিলিন্ডার কিনতে পারছেন না তারা । ফলে গ্যাসে রান্না করার দিনও ওঁদের শেষ হয়ে গেছে । তাই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া গ্যাস ও ওভেন এখন চুলােয় গেছে। অযত্নে ও অবহেলায় এক চিলতে রান্নাঘরের কোণে পড়ে রয়েছে । ওঁরা ফিরে গেছেন আগের মতােই কাঠের চুলােতে। কোনও রকমে কাঠকুঠো দিয়ে ওই উনুনে রান্না করছেন।

একরাশ হতাশা নিয়ে কেন্দ্রের মােদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সােনারপুরের কালিকাপুরের খালপাড়ের বাসিন্দারা। তাঁদের মতে গ্যাসের দাম যদি এত টাকা করা হয় , তা তাে গরিব মানুষের কেনার সামর্থের বাইরেই হরে । তবে ঢাকঢােল পিটিয়ে উজ্জ্বলা প্রকল্পে গরিব মানুষকে গ্যাস ও ওভেন দেওয়ার দরকার কী ছিল ? অবিলম্বে গ্যাসের দাম কমানােরও দাবি করেন তারা। সােনারপুরের কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তেমাথা সংলগ্ন খালপাড়ের বাসিন্দা হতদরিদ্র পরিবারগুলােকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও ওভেন দেওয়া হয়েছিল । বাসন্তী , অলােকা , নারায়ণীর মতাে গৃহবধুরা সেই গ্যাস সিলিন্ডার ও ওভেন পেয়েছিলেন

রবিবার সেখানে গিয়ে দেখা গেল , তাঁরা সেই গ্যাসে রান্না করছেন না । অনেকের ঘরেই তা অযত্নে পড়ে রয়েছে । রান্না চলছে কাঠের উনুনেই । ওই গৃহবধূরা বললেন , ‘ কয়েক মাস গ্যাসে রান্না করেছি । এখন ১ হাজার টাকা দিয়ে আর গ্যাস কিনতে পারছি না । ‘ কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মাধব মণ্ডল বললেন , এটা কেন্দ্র সরকারের একটা চমক ছিল । গরিব দরদি সাজার চেষ্টা ছিল । বিনামূল্যে গ্যাস দেওয়া হয়েছিল । ভর্তুকি দেওয়া হয়েছিল । পরে ভর্তুকিও তুলে দেয় । গ্যাসের দামও বাড়িয়ে দেয় । এখানে খালপাড়ের শতাধিক পরিবার ওই গ্যাস পেয়েছিল । কিন্ত এখন কেউই গ্যাসে রান্না করতে পারছেন না । রাজ্য সরকার বিনামূল্যে চাল দিচ্ছে । কিন্তু তা ফোটানাের গ্যাস পাচ্ছেন না এরা । খুব খারাপ পরিস্থিতি । গ্যাস ব্যবহারের অভ্যাস করিয়ে দিয়ে এখন গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ।

Leave a Reply

error: Content is protected !!