নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, করিমপুর : সরকারের নির্দেশিকা বের হতেই সোমবার থেকে নদিয়ার করিমপুর থেকে বিভিন্ন রুটে শুরু হয়েছে বেসরকারি বাস চলাচল পরিসেবা। কিন্তু বাস চলাচলের দুদিন পরেও আশানুরূপ যাত্রী না হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাস মালিকদের।
বৃহস্পতিবার দেখা গেল, বাসস্ট্যান্ডে খুব কম সংখ্যায় রয়েছে যাত্রী। ফলে বাস ছাড়তেও হচ্ছে দেরি। দীর্ঘক্ষন অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। সংক্রমণের ফলে বাস উঠতে চাইছেন না যাত্রীরা। অন্যদিকে যাত্রী না হওয়ায় লোকসানের ভয়ে বাস চালাতেও চাইছেন না মালিকরা। বাসস্টান্ডে সার দিয়ে দাঁড়িয়ে আছে বেসরকারি বাস গুলি। প্রসঙ্গত, করিমপুর থেকে কৃষ্ণনগর, বহরমপুরে প্রচুর বাস চলে এই রুটে।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে