দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিন আনা দিন খাওয়া মানুষজনের পাশে দাঁড়ালেন বারাসাত পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারক দাস। তিনি পেশায় ব্যবসায়ী। সাধারণ মানুষের মধ্যে তিনি চাল ও আলু বিতরণ করলেন একেবারে বিনামূল্যে। এক হাজারেরও বেশি মানুষকে ২ কেজি করে চাল ও এক কেজি করে আলু দিলেন তিনি।
চাল ও আলু বিতরণের শুরুতেই বহু মানুষ এসে ভিড় করতে শুরু করেন। তাঁরা কেউ দিনমজুর, কেউ টোটো চালক ও কেউ ভ্যানরিকশা চালক। তাঁদের মধ্যে মোট ১৩৫ বস্তা চাল ও ২০০ বস্তা আলু বিতরণ করা হয়। প্রতি বস্তায় ৮৫ কেজি থেকে ৯০ কেজি চাল থাকে। এক বস্তায় আলু থাকে ৫০ কেজি।