দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সামনেই লোকসভা ভোট, আর তার আগেই দেশ জুড়ে চালু হয়ে যেতে পারে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। আজ সোমবার সন্ধ্যায় এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, দাবি সংবাদসংস্থা এএনআই-এর। গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে। আর কিছু ক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ঘোষণা করতে পারেন বলে বিভিন্ন সূত্রে খবর। জল্পনা, সিএএ সংক্রান্ত ঘোষণাই করতে পারেন তিনি।