Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

নাগরিকত্ব আন্দোলন, আজও উত্তাল হতে পারে কলকাতা, কলেজ স্কোয়ারে জড়ো হচ্ছে ছাত্রসমাজ

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে শহর কলকাতায়। আজও সেই একই দৃশ্য দেখা যাচ্ছে। আজ দুপুর ১টা থেকে কলেজ স্কোয়ারে ছাত্র জমায়েত হওয়ার কথা রয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন একযোগে এই জমায়েতের ডাক দিয়েছে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আজ কলেজ স্কোয়ারে একত্রিত হওয়ার পর ধর্মতলা পর্যন্ত মিছিল করবে ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই কলেজ স্কোয়ারে আসতে শুরু করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রস্তুতি চলছে জোরকদমে। পুলিশি তৎপরতাও চোখে পড়ার মতো। সব মিলিয়ে আজ কলকাতা উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

কয়েকদিন আগেই বিভিন্ন ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের যৌথ একটি সাংবাদিক বৈঠকে নাগরিকত্ব আইনের বিরোধিতা করে অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। ওই দিনই আজকের ছাত্র সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। পাশাপাশি নাগরিকত্ব আইন বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুমকি দেওয়া হয়েছিল।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!