Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ক্ষমতায় এলে সঙ্গে সঙ্গেই সিএএ লাগু করা হবে: বিজেপি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এলেই রাজ্যে সঙ্গে সঙ্গেই সিএএ লাগু করা হবে, এমনটাই জানালেন অসমের বিজেপি সভাপতি রঞ্জিৎ কুমার দাস। আর এই ভোটের মুখে ফের সরগরম অসমের রাজনীতি। এই প্রসঙ্গে রঞ্জিৎ দাস বলেন, ‘আমরা সংসদে বিল পাস করেছি। আমরা এর পাশে রয়েছি। আমরা অসমে ক্ষমতায় এলে সিএএ লাগু করা হবে। এই ইস্যু থেকে পিছু হঠার কোনও প্রশ্নই নেই।’

অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছেন, অসমে কোনওভাবেই সিএএ চালু করা হবে না। এই প্রসঙ্গে রঞ্জিৎ দাস বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সিএএ সম্পর্কে কিছু জানেন না রাহুল। তাঁর থেকে আমাদের বুথ স্তরের কর্মীরাও সিএএ সম্পর্কে বেশি জানেন।’তিনি বলেন, ‘বিধানসভা নির্বাচনে সিএএ-র কোনও প্রভাব পড়বে না। যখন সিএএ ইস্যু ঘিরে উত্তাল হয়েছিল চারদিক, তখন আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়েছি। আমরা নির্বাচনে বেশি সংখ্যক আসন পেয়েছি…’।

উল্লেখ্য, অসমে ক্ষমতায় আসার পর সে রাজ্যে এনআরসি প্রক্রিয়া লাগু করেছে মোদী সরকার। অসম এনআরসি ঘিরে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। তার প্রভাব এবারের নির্বাচনে পড়ে কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ। এই আবহে সিএএ ইস্যু নিয়ে যেভাবে সরব হলেন সে রাজ্যের বিজেপি সভাপতি, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

Leave a Reply

error: Content is protected !!