কলকাতা, ০৭ জানুয়ারি: কলকাতা হাইকোর্ট শুক্রবার রায় দিয়েছে, শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলা হবে। তবে পাশাপাশিই আদালত তিম সদস্যের নজরদারি কমিটি গড়ে দিয়েছে। যেখানে থাকছেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান (বা তাঁর কোনও প্রতিনিধি)। গঙ্গাসাগর মেলার অনুমতি মিললেও, করোনার জেরে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমতাবস্থায় প্রশ্ন ওঠা শুরু হয়েছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, সব চললেও বিদ্যালয় কেন বন্ধ?