দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আপনি কি চান নাগরিকত্ব আইন ও এনআরসি বাতিল হোক? যদি নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আপনার অবস্থান হয়, তাহলে ৭৭৮৭০৬০৬০৬ নম্বরে ফোন করে নিজের কণ্ঠস্বর পৌঁছে দিতে পারবেন আপনি।
এই নম্বর চালু করেছে ‛উই দ্য পিপল অফ ইন্ডিয়া’ নামে একটি নাগরিক মঞ্চ। নাগরিক মঞ্চটি আবেদন করেছে, সকল নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধি মানুষকে এই নম্বরে মিসড কল দিতে। উল্লেখ্য, ট্যুইটারে নম্বরটি এক নম্বর স্থানে ট্রেন্ডিং করছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন