আমার দাদার ক্যানসার। চিকিৎসার জন্য মুম্বইয়ে এসেছি গত ১১ মার্চ এখানে এসেছি। দাদার শিরদাঁড়াতে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসার পর আমাদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু লকডাউনে ট্রেন বন্ধ। ১৫ এপ্রিল দুরন্ত এক্সপ্রেসের টিকিট কাটা আছে। বাড়িতে ৯০ বছরের বৃদ্ধ বাবা ও তিন সন্তান আছে। লকডাউন বাড়লে ফিরব কীভাবে?
দেবব্রত গোস্বামী
পশ্চিম উকিল পাড়া রায়গঞ্জ, উত্তর দিনাজপুর
ফোন নম্বর – ৯৪৩৪৫১২০৫৬