Thursday, March 13, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

সালাম দিয়ে ‘রমজান মুবারক’ বলে মুসলিমদের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সালাম দিয়ে ‘রমজান মুবারক’ বলে মুসলিমদের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডাতে আজ থেকে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান। এ উপলক্ষে প্রায় দেড় মিনিটের এক ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ দিয়ে শুরু করেন এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে। শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, করোনার মহামারীতে আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ের যে পরিমাণ অবদান রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য।

এ সময় তিনি জনস্বাস্থ্যের নির্দেশিকা অনুসরণ করে ইফতার-সেহেরির আহবান জানান এবং এই আনন্দ উপভোগ করার ভার্চুয়াল পদ্ধতির কথা স্মরণ করিয়ে দেন। যাতে সবার জন্য নিরাপদ, স্বাস্থ্যরক্ষা এবং সুস্থতা বজায় থাকে।

 

Leave a Reply

error: Content is protected !!