Thursday, September 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

পছন্দ হয়নি প্রার্থী, ক্ষোভে দলীয় কার্যালয় ভাঙচুর বিজেপি কর্মীদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গতকাল বিজেপির পক্ষ থেকে ১৪৮টি আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয় । তবে না পসন্দ প্রার্থী, তাই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালাল দলীয় কর্মীরা। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। দফায় দফায় পোস্টার পোড়াতে থাকে কর্মীরা। দিল্লিতে এদিন প্রার্থী তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। সচিন প্রসাদ রায়গঞ্জ বিধানসভায় প্রার্থী হন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দেবশ্রী চৌধুরী মোটা টাকা ঘুষ খেয়েছেন। দলের যোগ্য নেতাদের প্রার্থী না করে অন্য দল থেকে আসা মানুষদের প্রার্থী করেছেন । তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছে না স্থানীয় বিজেপি কর্মীরা। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল রাতে দেবশ্রী চৌধুরীর ছবি ও সচিন প্রসাদের ছবি দেওয়া ফ্লেক্স রাস্তায় ফেলে দেয়। এমনকি ফ্লেক্সে জুতোর মালা পরায় ইটাহার ও হেমতাবাদ ব্লকের বিজেপি কর্মীরা।

এবিষয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “দলীয় কর্মীদের বিক্ষোভের কথা দেবশ্রী চৌধুরীকে জানান হয়েছে। তিনি জানিয়েছেন, জেলায় বিজেপি সমর্থকদের সংখ্যা বাড়ছে। অন্য দল থেকে অনেকেই যোগ দিচ্ছে। আপাতত সামনে বিধানসভা নির্বাচন, সে কথা মাথায় রেখেই কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। সাময়িক আবেগ প্রকাশ পেলেও দলীয় কর্মীরা খুবই শৃঙ্খলাবদ্ধ। সব ক্ষোভ মিটে যাবে।”

 

Leave a Reply

error: Content is protected !!