Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজবিনোদন

মাসের পর মাস সুশান্ত-কাণ্ড প্রাইম টাইম ইস্যু হতে পারে না : চেতন ভগত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সংবাদ মাধ্যমের প্রাইম টাইমে সুশান্ত সুইসাইড কেস নিয়ে প্রচার এবার বন্ধ হোক। দেশ এখন একাধিক সঙ্কটের মধ্যে যাচ্ছে। কিছু প্রচার সেই সঙ্কট সমাধানে দেওয়া হোক। এভাবেই সরব হলেন সাহিত্যিক চেতন ভগত।

 

চেতন ভগত বলেছেন, “সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি আমি ওকে ভালোবাসি। ওর জন্য আমার কেরিয়ার রক্ষা পেয়েছে। ‛কাই-পো-চে’র জন্য প্রযোজক পাওয়া যাচ্ছিল না। থ্রি-ইডিয়টস কাণ্ডের পর থেকে আমার কাছে চিত্রনাট্যের জন্য প্রস্তাব আসছিল না। সুশান্তই আমাকে বাঁচিয়েছে। তাই কেউ ভাববেন না, আমি ওকে নিয়ে ভাবি না। কিন্তু দেশের জন্যও ভাবতে হবে। ওর মৃত্যুরহস্য মাসের পর মাস প্রাইমটাইম ইস্যু হতে পারে না।”

প্রসঙ্গত, ২০১৩ সালে ভগতেরই ‛কাই-পো-চে’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল প্রয়াত সুশান্ত সিং রাজপুতের। ভগতের যুক্তি, “আমরা একটা পৃথক তদন্তকারী সংস্থা চেয়েছিলাম। সেটা পেয়েছি। আমরা সেরা সংস্থা সেরা তদন্তকারী পেয়েছি। এখন প্রতিদিন ভিন্ন সূত্র খুঁজে বিষয়টা জটিল করছে। এতে কোনও লাভ হবে বলে আমার মনে হয় না।”

 

 

Leave a Reply

error: Content is protected !!