দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাস মোকাবিলার জন্য তৈরি হওয়া পিএম কেয়ার্স ফান্ড ফান্ডের টাকা কোনওভাবেই জাতীয় বিপর্যয় মোকাবিলা ফান্ড (এনডিআরএফ)-এ দেওয়া যাবে না। মঙ্গলবার এমনই রায় দিল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালত পিএম কেয়ার্সের অর্থ এনডিআরএফে দেওয়ার জন্য সরকারকে অনুরোধও করবে না।
সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্রিমকোর্টে পিটিশন করে বলে, পিএম কেয়ার্স ফান্ডে যে অর্থ সংগৃহীত হয়েছে এবং ভবিষ্যতে যে অর্থ সংগৃহীত হবে, সবই এনডিআরএফে দান করা হোক। স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ ছিল, পিএম কেয়ার্স ফান্ড বিপর্যয় মোকাবিলা ফান্ডের কয়েকটি ধারার বিরোধী।
Supreme Court of India upholds the validity of #PMCaresFund . Refuses to instruct Govt to transfer fund to NDRF . Hope that should send out a message…loud and clear.
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) August 18, 2020
এদিন সুপ্রিমকোর্টের বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি এম আর শাহ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পিএম কেয়ার্স ফান্ড নিয়ে মামলার রায় দেন। তার পরেই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ট্যুইট করে বলেন, ‛সুপ্রিমকোর্ট পিএম কেয়ার্স ফান্ডের বৈধতা স্বীকার করেছে। তার অর্থ এনডিআরএফে দিতে বলেনি। আশা করি সর্বোচ্চ আদালত এর মাধ্যমে যে বার্তা দিয়েছে, তা সবাই বুঝেছেন।’