দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সরকার গড়ার সময়সীমা যখন প্রায় শেষ, তখনও একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি চালিয়ে যাচ্ছে শিবসেনা ও বিজেপি। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের নতুন দাবি, লোকসভা ভোটের আগে বিজেপি সভাপতি অমিত শাহ নিজে তাঁকে কথা দিয়েছিলেন, ৫০-৫০ ফরমুলায় ক্ষমতা ভাগ করে নেবেন। কিন্তু এখন উভয় দলই পরস্পরকে বলছে মিথ্যাবাদী।
উদ্ধব ঠাকরে বলেন, ‛অমিত শাহ আমাকে প্রশ্ন করেছিলেন, জোটে থাকার জন্য আপনি কী চান? আমি বলেছিলাম, মুখ্যমন্ত্রীর পদটি আড়াই বছরের জন্য আমার দলকে দিতে হবে। তখন তাঁরা আমার দাবি মেনে নিয়েছিলেন।’ কিন্তু বিজেপি বলছে, অমিত শাহ এমন কথা বলেননি। উদ্ধব বলেন, আমি আর তাঁদের সঙ্গে কথা বলব না। যারা আমাকে মিথ্যাবাদী বলে, আমি তাদের সঙ্গে কথা বলি না।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন