দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর উপর নাকি বেজায় চটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ মিটিংয়ের এমনই একটি ভিডিও নাকি বাইরে চলে এসেছে। সোশ্যাল মাধ্যমে তা ঘুরে বেড়াচ্ছে।
‘বর্গী এলো দেশে’ নামের একটি ফেসবুক পেজ হিটলারকে নিয়ে বানানো একটি ছবির ক্লিপিং কেটে নিয়ে ছবির কথোপকথনকে বাংলায় সাজিয়ে দিয়েছেন নিজের মতো। যারা চেষ্টা করেছিল বাংলা দখল করার। তাদের সমস্ত প্ল্যান ভেস্তে গিয়েছে এমন একটি রূপ দেওয়া হয়েছে সেই ভিডিওটিতে।
ভিডিওতে মোদীকে দেখানো হয়েছে হিটলার হিসাবে। অর্থাৎ মোদীকে এখানে ফ্যাসিজমের মূর্ত প্রতীক হিসাবে দেখানো হয়েছে। ভিডিওতে দেখানো যাচ্ছে, মোদীকে বঙ্গ বিজেপির নেতারা রিপোর্ট দিচ্ছেন। তাঁরা কথা বলছেন ‘সাংকেতিক’ ভাষায়। একটি ম্যাপের দিকে নির্দেশ করে তাঁরা বলছেন, ‘আমাদের বাংলায় জেতার সম্ভাবনা আরও কমে গিয়েছে স্যার, নন্দিগ্রাম থেকে শুভেন্দু শিওর হারছে, দিলুদাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, আমাদের কোনও মুখ্যমন্ত্রী প্রার্থীই নেই’।
এসব শুনে ‘মোদী’ প্রচণ্ড রেগে গিয়ে বলছেন , ‘আদানিজি কত টাকা ঢেলেছে জানিস, আম্বানি কত টাকা দিয়েছে জানিস? এই জন্য টাকা দিয়েছেন? গুজরাটে ফিরে গেলে আমার কী হাল করবে জানিস? আমার ধোকলা খাওয়া বন্ধ করে দেবে। তারপর প্রচণ্ড বাটাম দিয়ে মারবে। এত টাকা ঢেলে একটা নন্দীগ্রামও জিততে পারিস না তোরা।’
হিটলার থুড়ি মোদী আরও বলেন, ‛ভুলে যাস না কার পুজো করি আমরা। নাথুরামের নাম ডোবাচ্ছিস। তোরা সবকটা অকর্মের ঢেঁকি। যদি ফেক নিউজগুলো ঠিক করে ছড়াতিস তা হলে এই দিন দেখতে হত না আমাদের। আমারই সব দোষ।’ শেষের সংলাপ ব্যাপক মজাদার। এবার ‘মোদী’ নিজেকেই দুষছেন। বলছেন, ‘কত কষ্ট করে রভিন্দরনাথের কবিতাগুলো শিখলাম কোনও কাজেই লাগল না।’