Thursday, February 6, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত ১২

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2020-10-18 09:09:55Z | |

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:  করোনার আবহে আফগানিস্তানে সন্ত্রাসবাদী হামলা অব্যাহত। প্রসঙ্গত, করোনার আবহে প্রথম সন্ত্রাসবাদী হামলা আফগানিস্তানের এক গুরুদোয়ারাতে ঘটে। এরপর বিশ্বে একাধিক সংঘাতের ঘটনার পর ফের গাড়ি বোমা বিস্ফোরণ আফগানিস্তানে।

আফগানিস্তানের ঘোর এলাকায় এক ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। গোর এলাকার প্রত্যন্ত একটি গ্রাম ফিরোজ কোতে এই ঘটনা ঘটেছে বলে খবর। এদিন স্থানীয় সময় বেলা ১১ টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার নেপথ্যে সন্ত্রাসবাদী হামলার যোগ রয়েছে বলে অনুমান। এখনও যদিও কোনও গোষ্ঠীই এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে তদন্তে নেমেছে পুলিশ। তালিবান – আফগানিস্তান শান্তি আলোচনার মাঝে এই বিস্ফোরণের ঘটনা আফগানিস্তানের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

 

Leave a Reply

error: Content is protected !!