দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের সিলেট নগরীর শাহপরান বাইপাস রোড থেকে ব্যবসায়ী জিয়াউর রহমানের গাড়ি আটকে সাড়ে ৭ লাখ টাকাসহ গাড়ি ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে বাইপাস সংলগ্ন রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার জিয়াউর রহমান জানান, শুক্রবার রাত ৮টার দিকে তিনি প্রাইভেট কারযোগে বাড়ি ফিরছিলেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
বাইপাস পাড়ি দিয়ে শাহপরান ব্রীজের সামনে আসার আগেই ৪টি মোটর সাইকেলে কয়েকজন ছিনতাইকারী এসে তাঁর গাড়ির গতিরোধ করে। পরে তাঁকে এক ছিনতাইকারী ছুরিকাঘাতের চেষ্টা করে, কিন্তু ছোরার আঘাত তার শরীরে পড়েনি। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকাসহ গাড়ি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরবর্তী সময়ে সেখানে পার্শ্ববর্তী এলাকার মানুষ ছুটে আসেন এবং জিয়াউর রহমানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সেখানে এক ছিনতাইকারীর ফেলে যাওয়া এক পাটি জুতা উদ্ধার করলেও ছিনতাইকারী বা ছিনিয়ে নেওয়া কোনও টাকা উদ্ধারের কোনও খবর পাওয়া যায়নি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন