দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কয়েকদিন আগেই ফেসবুককে কাঠগড়ায় তুলেছিল বিখ্যাত মার্কিন সংবাদপত্র ‘ওয়াল স্ট্রিট জার্নাল’। পত্রিকায় প্রকাশিত হয়, ভারতে দক্ষিণপন্থী নেতারা বিভেদকামী বক্তব্য ও ঘৃণা প্রচারকারী ভাষণ পোস্ট করলেও ফেসবুক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। এর পরেই ভারতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ফেসবুক এই অভিযোগ অস্বীকার করে।
সেই বিতর্কের দাবানল যখন দাউদাউ করে জলছে, ঠিক তখনই ফেসবুকের ভারতের পলিসি চিফ আঁখি দাসের বিরুদ্ধে পুলিস কেস ফাইল করা হয়েছে। অভিযোগ, তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন। মানুষকে উস্কানি দিয়েছেন। কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিসগড়ে মঙ্গলবার আঁখি দাসের বিরুদ্ধে ওই মামলা করা হয়েছে।
ভারতে ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক আধিকারিক আঁখি দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, ‛ফেসবুক কী পদক্ষেপ নেবে বা নেবে না, তা আঁখি দাসের বক্তব্যের উপর নির্ভর করে না। তাই তিনি বললেই যে ফেসবুক কাউকে অ্যাকাউন্ট ব্যবহার করতে দেবে তা নয়।’