Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ঋণখেলাপি, বিজেপি নেতার বিরুদ্ধে মামলা সিবিআইয়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) মুম্বাইয়ের এক স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে ৫৭ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ এনেছে। এর আগে বিজেপি ঘনিষ্ঠ অনেকেই বড় বড় আর্থিক দুর্নীতি ও ব্যাঙ্ক প্রতারণা করে বিদেশে পালিয়ে গেছে। নতুন করে খোদ বিজেপি নেতার বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ ওঠায় চাপে কেন্দ্রের শাসক দল।

বুধবার সিবিআই মুম্বাইয়ের পাঁচটি স্থানে রেইড করে। সার্চের দরুন বেশকিছু তথ্য , ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস, লকার কি তদন্তকারী সংস্থার হাতে এসেছে। সিবিআই এফআইআরে বলা হয়েছে , লোনের কিছু অংশ একটি নির্মাণ কোম্পানিকে দেওয়া হয়েছে যার মালিক একজন বলিউড ফিল্ম প্রযোজক। তার পুত্র অভিনেতা। লোনের অর্থ ব্যবহার করে মুম্বাইতে একটি অ্যাপার্টমেন্টও কেনা হয়েছে বলে সিবিআইয়ের অভিযোগ।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে এই এফআইআরে নাম রয়েছে অভিযান ওভারসিজ প্রাইভেট লিমিটেড, মনোজ কম্বোজ, জিতেন্দ্র গুলশান কাপুর, কেবিজে হোটেলস, সিদ্ধান্ত বাগলা ও ইরতেশ মিশ্রের। এর মধ্যে মনোজ কম্বোজ মহারাষ্ট্রের বিজেপি নেতা। ২০১৪ সালে তিনি বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন। রাজ্যে তিনি সবচেয়ে ধনী প্রার্থী ছিলেন সেই নির্বাচনের সময়। ভোটে হেরে গেলেও পরবর্তীতে তাকে বিজেপির তরুণ ব্রিগেডের দায়িত্বে আনা হয়।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!