দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসের নির্যাতিতার মা এবং ভাইকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে গণধর্ষণ তথা খুনের অভিযোগের তদন্ত শুরু করল সিবিআই। মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীদের সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিক-সহ ফরেন্সিক বিশেষজ্ঞরাও। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি বুলগড়হী গ্রামে নির্যাতিতার বাড়িতেও যান তদন্তকারীরা।