দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে লকডউন মেনে চলেছেন তার জন্য ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে আসন্ন ঈদ-উল-ফিতরের মতাে পবিত্র উৎসব ঘরে বসে পালন করার জন্য আর্জি জানিয়েছেন তিনি।
সােমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, ‛সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে লকডাউন মেনে চলেছেন তার জন্য তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। সামনেই ঈদ রয়েছে। কিন্তু যেহেতু কেন্দ্র লকডাউন করে দিয়েছে, তাই সংখ্যালঘু ভাইবােনদের অনুরােধ করছি, বাড়িতে বসেই ঈদ পালন করুন। আমি জানি এটা মারাত্মক কঠিন। কিন্তু আমি জানি, আপনারাই পারেন। কেউ যাতে ষড়যন্ত্র না করতে পারে, অপপ্রচার করতে না পারে, সেটা আপনারা নিশ্চিত করতে পারেন।’
পাশাপাশি রাজ্যে করােনা পরিস্থিতি নিয়ে রাজনীতি না করার জন্যও বিরােধীদের কাছে অনুরােধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বলব, এটা রাজনীতি করার সময় নয়। রাজনীতিকে উসকানি দিলে কোভিডকেই উসকানি দেওয়া হবে। বরং কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনকে সহযােগিতা করুন।
এদিন নাম না করে বিজেপি নেতাদের নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একদিকে কোভিড নিঃশ্বাস ফেলছে, ওদিকে আমফান নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে নার্সদের নিয়ে চলে যাচ্ছে, আবার শ্রমিকরা ঢুকছে। বুঝতে পারছি না, কী করব। কোভিড সামলাব নাকি ঘূর্ণিঝড় সামলাব। তার মধ্যে কেউ কেউ ঘােলা জলে মাছ ধরতে নেমেছেন। অপপ্রচার করছেন, হিংসায় উসকানি দিচ্ছেন। তাদের বলছি, প্লিজ এটা করবেন না। উসকানি দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ না করে সহযােগিতা
করুন।’