Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ব্রেকিং: এক বছরের জন্য পিছিয়ে যেতে পারে জনগণনা এবং এনপিআর-এর কাজ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে ২০২১-এর জনগণনা এবং তারই সঙ্গে এনপিআর-এর প্রথম পর্বের কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে করোনা অতিমারির মোকাবিলায় গত মার্চে লকডাউন শুরু হলে তা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হয়। তবে তা হয়তো আরও এক বছরের জন্য পিছিয়ে যেতে পারে।

মোদী সরকারের তরফে এ নিয়ে ঘোষণা করা না হলেও প্রশাসনের এক শীর্ষ কর্তার মতে, কেন্দ্রীয় সরকারের কাছে এই মুহূর্তে এনপিআর নয়, বরং কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ওই শীর্ষ আধিকারিক বলেছেন, “এই মুহূর্তে জনগণনার কর্মসূচি প্রয়োজনীয় নয়। ফলে এক বছরের জন্য যদি তা পিছিয়ে দেওয়া যায়, তাতে কোনও ক্ষতি হবে না।”

 

 

Leave a Reply

error: Content is protected !!