দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং। গোর্খাল্যান্ডের স্বপ্ন নিয়ে দার্জিলিং লোকসভা থেকে তিনবার বিজেপিকে জেতানোর পরও সে নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্র। অন্যদিকে অসমের ঘটনা থেকেই পরিষ্কার, এখন বিজেপি চাইছে গোর্খাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে।
পাহাড়ের এই গোর্খা নেতা বলেন, ‛অসমে এনআরসি করে যে ১৯ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে একলক্ষ গোর্খা আছেন। তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করছে কেন্দ্র।’ তিনি বলেন, ‛পাহাড়ের মানুষ গোর্খাল্যান্ডের স্বপ্ন নিয়ে তিন-তিনবার বিজেপির সাংসদ পাঠিয়েছে। যশবন্ত সিং, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া থেকে আজকের রাজু সিং বিস্ত—কিন্তু কেউই পাহাড়ের মানুষের স্বপ্ন পূরণ করেননি।’
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ