দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তবলীগ জামাতের সদস্যদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে ভারতে উদ্বাস্তু হয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের! এমন সন্দেহে রোহিঙ্গা মুসলিমদের উপর নজর রাখার জন্য সব রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পগুলিতে গিয়ে ভাল করে পরীক্ষা করতে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, ‛রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলিতে স্ক্রিনিং ও টেস্টিং করার। দরকার পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর পাওয়া গিয়েছে, তবলীগ জামাত সদস্যদের সঙ্গে বিভিন্ন ধর্মীয় জমায়েতে অংশ নিয়েছে রোহিঙ্গারা। তাই তাদের মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে।’
সূত্রের খবর, কয়েকটি রাজ্যে রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পের উপর বেশি গুরুত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই ক্যাম্পগুলি হল হায়দরাবাদ, তেলেঙ্গানা, দিল্লি, পঞ্জাব, জম্মু-কাশ্মীর ও মেওয়াট। কেন্দ্রের হিসেব অনুযায়ী, এই মুহূর্তে ভারতের বিভিন্ন ক্যাম্পে মায়ানমার থেকে আসা প্রায় ৪০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। তাদের তথ্য সরকারের কাছে নেই।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন