Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কাশ্মীরে বন্ধ করে দেওয়া হল মুসলিম দেশগুলোর চ্যানেল! কোপ ইরান, সৌদি, তুর্কি চ্যানেলেও

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরে নয়া ফরমান জারি করল মোদী সরকার। সেখানে মুসলিম দেশগুলোর সব ধরনের টিভি অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তুরস্ক, ইরান, মালয়েশিয়া ও পাকিস্তান সহ মুসলিম দেশগুলোর সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে স্থানীয় কেবল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, মন্ত্রণালয় জানতে পেরেছে যে রাজ্যে বিদেশি কয়েকটি প্রাইভেট চ্যানেল মন্ত্রণালয় থেকে কোনো অনুমতি না নিয়েই সম্প্রচার করা হচ্ছে। যা স্পষ্টভাবে নিয়মের লঙ্ঘন। বিষয়টি সম্প্রচার আইনের বিরোধী হওয়ায় তাৎক্ষণিক সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে সৌদি আরবের আল আরাবিয়া, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড, ইরানের সাহার টিভি ও প্রেস টিভির পাশাপাশি মালয়েশীয় চ্যানেলগুলো বিশেষভাবে বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বিক্রম সাহা বলেন, নিয়ম লঙ্ঘন করলে লাইসেন্স বা অনুমতি প্রত্যাহার এবং সরঞ্জামাদি বাজেয়াপ্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!