দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমের প্রভাবশালী মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা গতকাল (শুক্রবার) মন্তব্য করেছেন, এনআরসি নিয়ে উৎফুল্লিত হওয়ার কোনও কারণ নেই। ১৯৭৯ সাল থেকে যাদের নাম কাটার জন্য আশা করে আসছি, আজ তাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হলো।’
বিদেশি বিতাড়নে এনআরসি সফল হয়নি, সেজন্য বিদেশি বিতাড়ন করবার ‘নতুন চিন্তাধারা’ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশিদের বহিষ্কার করতে এনআরসি কোনও কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল নয়। অপেক্ষা করুন, আপনারা বিজেপির শাসনে আরও ফাইনাল দেখতে পাবেন বলেও তিনি মন্তব্য করেন। বিজেপি মন্ত্রীর এহেন মন্তব্যে নয়া জল্পনা সৃষ্টি হয়েছে।