দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মোদী সরকারের ‛মেইক ইন ইন্ডিয়া’ ও ‛আত্মনির্ভর ভারত’ স্লোগানকে ‛ভণ্ডামি’ বলে কটাক্ষ করল দিল্লি হাইকোর্ট। কেন্দ্রের ‛মেইক ইন ইন্ডিয়া’ প্রকল্পের নৌকা আগেই ডুবে গিয়েছিল। দিল্লি হাইকোর্টের ভর্ৎসনায় তা আবারও জোর ধাক্কা খেল। প্রধানমন্ত্রী মোদী আত্মনির্ভর ভারতের স্লোগান তুলে ইতিমধ্যেই হাসির খোরাকে পরিণত হয়েছেন। এইবার দিল্লি হাইকোর্টও এটাকে ‛ভণ্ডামি’ আখ্যা দেওয়ায় বিপাকে পড়েছে মোদী সরকার।
সূত্রের খবর, বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা দেওয়ার জন্য জারি হওয়া টেন্ডারে সংস্থাগুলির যোগ্যতার মাপকাঠি পরিবর্তনের বিষয়ে দিল্লি হাইকোর্ট এহেন তির্যক মন্তব্য করেছে। পাশাপাশি দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও এএআই-এর কাছে এ বিষয়ে উত্তর চেয়ে একটি নোটিশ জারি করেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী বলেছিলেন বর্তমান বেকারত্বের পরিপ্রেক্ষিতে দেশের জনগণের স্বাবলম্বী হওয়া উচিত। যাতে লোকেরা কর্মসংস্থান নিয়ে কোনও প্রশ্ন না তোলে।