দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শেষ নবী হজরত মহম্মদ (সাঃ)কে নিয়ে ফের ব্যঙ্গচিত্র প্রকাশ করার ঘোষণা দিল ফ্রান্সের ব্যঙ্গাত্মক সাপ্তাহিক পত্রিকা শার্লি হেবদো। মঙ্গলবার শার্লি হেবদো ঘোষণা করেছে, এই সপ্তাহ থেকে ফের তাদের পত্রিকায় মহম্মদের সেই ব্যঙ্গচিত্রের পুনঃপ্রকাশ করতে চলেছে তারা। যার কারণে ক্ষোভে ফুঁসছে মুসলিম জাহান।
উল্লেখ্য, ২০১৫ সালে নবী মহম্মদকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল ফ্রান্সের এই ব্যঙ্গাত্মক সাপ্তাহিক পত্রিকা শার্লি হেবদো। সেই সময় তুমুল বিরোধিতা করেছিল গোটা বিশ্বের মুসলিম। এমনকি শার্লি হেবদো–র অফিসও রক্তাক্ত হয়েছিল। ঘটনার পাঁচ বছর পর নবী ‛মহম্মদ’কে নিয়ে ফের ব্যঙ্গচিত্র প্রকাশের ঘোষণা দিয়েছে ‘শার্লি হেবদো’। গ্ৰেফতার করা হয়েছিল ১৪ জনকে। ঘটনায় মুসলিমদের বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করেছিল পুলিশ।
সম্পাদকীয়তে শার্লি হেবদোর ডিরেক্টর লরেন রিস সোরিসিউ লিখেছেন, ‘আমরা কখনও পিছিয়ে আসব না। আমরা কখনও হাল ছাড়ব না।’ কারণ ২০১৫–র জানুয়ারির পর থেকেই অনেকবার তাঁদের কাছে মহম্মদের অন্য কার্টুন প্রকাশের অনুরোধ এসেছিল। কিন্তু যেহেতু ওই মামলার শুনানি শুরু হচ্ছে সেহেতু ওই কার্টুন পুনঃপ্রকাশের এটাই ঠিক সময় বলে তাঁদের মনে হয়েছে।
খবরে প্রকাশ, আগামী বুধবার সেই মামলার শুনানি। শার্লি হেবদোর নতুন প্রচ্ছদে ২০০৫ সালে একটি ড্যানিশ দৈনিকে প্রকাশিত একগুচ্ছ ব্যঙ্গচিত্র বা কার্টুন রয়েছে। ওই ব্যঙ্গচিত্রগুলিই ২০০৬ সালে শার্লি এবদো পুনঃপ্রকাশ করেছিল। এবারের প্রচ্ছদেও ওই একগুচ্ছ কার্টুনের ঠিক মধ্যিখানে ওই হামলায় নিহত জনপ্রিয় ফরাসি কার্টুনিস্ট ক্যাবি শন ওরফে ক্যাবুর আঁকা মহম্মদের কার্টুনটি আছে।
শিরোনামে লেখা হয়েছে, ‘এই সব কিছু ওটার জন্যই’। যা ফের অসন্তুষ্ট করে তুলতে শুরু করেছে মুসলিম সমাজকে। শার্লি হেবদো বরাবরই বাক স্বাধীনতার অধিকারে বিতর্কে জড়িয়েছে। অনেকে তাদের এই আচরণের সমর্থন করলেও অনেকে মনে করে তারা প্রায়ই সীমা ছাড়িয়ে যায়।