Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

প্রয়াত ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রয়াত ছত্তীসগড় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী৷ বয়স হয়েছিল ৭৪ বছর৷ শুক্রবার দুপুরে তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

এ দিন দুপুরে পরপর দুটি হার্ট অ্যাটাক হয় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ তারপরেই অবস্থা অতি সংকটজনক হয়ে যায়৷ রায়পুরে একটি বেসরকারি হাসপাতালে গত ৯ মে থেকে ভর্তি ছিলেন তিনি৷

ছত্তিশগড় রাজ্য গঠন হওয়ার পরে ২০০০ সালের নভেম্বর প্রথম মুখ্যমন্ত্রী হন অজিত যোগী৷ ২০০৩ সালের নভেম্বর পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন৷ তখন ছত্তিশগড়ে কংগ্রেস সরকার৷

২০১৬ সালে কংগ্রেস ত্যাগ করেন তিনি৷ পরে জনতা কংগ্রেস (ছত্তিশগড়ের) গঠন করেন৷ দুঁদে রাজনীতিবিদের আগে অজিত যোগী দুর্দান্ত আমলা ছিলেন৷

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!