দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বুধবার দুপুর পর্যন্তও ঠিক ছিল, আড়াইটের সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজিত বিতর্কসভায় বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ২টার সময়ে হঠাৎই একটা ই-মেল বার্তা পৌঁছয় নবান্নে। তা আসে অক্সফোর্ড ইউনিয়ন থেকেই। তাতে বলা হয়, অনিবার্য কারণে সেই বিতর্কসভা বাতিল করা হল। অথচ অক্সফোর্ড ইউনিয়নের সঙ্গে চার মাস আগে এ ব্যাপারে কথা বার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তাদের সম্মতি দিয়েছিল নবান্ন।
এদিনের নাটকীয়তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর বাতিল হওয়ার কথা মনে করিয়ে দিল। অথবা শেষ মুহূর্তে সেন্ট স্টিফেন্সে বক্তৃতা বাতিল হওয়ার ঘটনা! মুখ্যমন্ত্রী শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাবেন। সব ঠিকঠাক। শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল হয়ে গেল। এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা বাতিল হয়ে যাওয়ার পর নবান্ন বা দলের তরফে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।