দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বা সিএএ-র বিরুদ্ধে গত ৭ জানুয়ারি থেকে পার্ক সার্কাসে ধর্নায় বসেছেন মহিলারা। দিল্লির শাহিনবাগের ধাঁচেই পার্ক সার্কাসের এই আন্দোলন চলছে দিনরাত। আঠারোর তরুণী থেকে ৭২ বছরের বৃদ্ধা—শাহিন বাগের রাস্তায় যেমন সব বয়সের মহিলাদের দেখা যাচ্ছে, একই ছবি পার্কসার্কাসেও।
শুক্রবার রাতে যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রোহন মিত্রের সঙ্গে সেখানে উপস্থিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। পার্ক সার্কাসের মহিলাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চিদম্বরম। এদিন পার্ক সার্কাসের ধর্না মঞ্চে তাঁর উপস্থিত হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকদের ধারণা। এর আগে নাগরিকত্ব আইন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি আক্রমণ শানিয়েছেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন