Monday, September 16, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মুখ্যমন্ত্রীর পায়ের চোট ‘গুরুতর’, প্লাস্টার হয়েছে, উডবার্ন ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছেন মমতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁ পায়ে গোড়ালির হাড়ে ও পেশিতে গুরুতর চোট পেয়েছেন বলে জানাল এসএসকেএম। হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় মেডিকেল বুলেটিনে জানিয়েছেন, তাঁর বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পায়ের পাতা, গলা ও কাঁধেও আঘাত পেয়েছেন।

বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সেখান থেকে গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁর পায়ের এক্স রে সহ একাধিক পরীক্ষা করা হয়। পরে এমআরআই করানোর জন্য বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে নিয়ে যাওয়া হয়। সেখানে এমআরআই করানোর পর তাঁকে ফের নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।

 

মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে রাখা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষার পর হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাঁ পায়ের গোড়ালিতে ও পায়ের পাতায় চোট সিভিয়ার তথা গুরুতর। রক্ত জমেছে। তা ছাড়া ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী বুকে ব্যথা অনুভব করছেন। তাঁর শ্বাসকষ্টও হয়েছে বলে তিনি জানিয়েছেন। সেই কারণেই তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!