দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজধানীতে সকাল থেকে যা চলছে তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল চিল্লা সীমান্তে। এখানে প্রতিবাদ হল একশো শতাংশ শান্তিপূর্ণ। পুলিশ বাহিনী এবং প্রতিবাদীদের মধ্যে দেখা গেল সৌহার্দ্যের সম্পর্ক। অক্ষরধাম, লালকেল্লা, নাংলোইতে যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, চিল্লা সীমান্তে একসঙ্গে খাবার খেলেন পুলিশকর্মী এবং কৃষকরা। হল গোলাপ ফুল বিনিময়ও। ‘অভূতপূর্ব’ সাধারণতন্ত্র দিবসের দিন এই দৃশ্য যেন উলটপুরাণ। চিল্লায় কৃষক সংগঠনের এক নেতা জানালেন, আমরা এখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসেছি, হিংসা ছড়াতে নয়।
পুলিশের তরফ থেকেও জানানো হল, চিল্লা সীমান্তে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। সকালে একবার প্রস্তাবিত রুটের বাইরে প্রায় ২ কিমি ভুল রাস্তায় চলে গেছিল কৃষক মিছিল। পুলিশ তা জানাতেই, সঠিক রাস্তায় চলে নির্দিষ্ট জায়গায় এসে জমা হন কৃষকরা। সেই থেকেই একেবারে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলছে সেখানে। দুই তরফের মধ্যে শান্তি বজায় রাখার চিহ্ন হিসেবে হল গোলাপ বিনিময়। এই চিত্রই দেখতে চেয়েছিলেন কৃষক সংগঠনের নেতারা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিল্লা সীমান্ত বাদে কোথাও আর শান্ত নেই ট্রাক্টর মিছিল।