দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চিন সরকার কুকুরের মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। এবার আর চিনের কোনও বাজারেই কুকুরের মাংস বিক্রি হবে না। চিনের শেনজেন শহরে আগেই কুকুর, বিড়ালের মাংস নিষিদ্ধ হয়েছিল। এবার গোটা দেশে নিষিদ্ধ করা হচ্ছে কুকুরের মাংস।
করোনা ভাইরাস ছড়াতে শুরু করেছিল উহানের মাংস বিক্রির বাজার থেকে। এমন খবরই রটেছিল বিশ্বজুড়ে। তাই চিন সরকার জানিয়েছে, লাইভস্টক হিসাবে আর কুকুরকে গণ্য করা হবে না। অর্থাৎ, প্রাণীসম্পদের তালিকা থেকে কুকুরকে বাদ দিয়ে এতদিনে পোষ্য হিসাবে স্বীকৃতি দিল চিন।