দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন সম্পর্কে খ্রিস্টানদের মধ্যেও বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ। সেই ক্রমবর্ধমান ক্ষোভ ও উদ্বেগকে প্রতিফলিত করে নিজস্ব সাদা ধর্মীয় পোশাকেই যাজকরা ২০ জানুয়ারি কলকাতা শহরে একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। চার্চের সমস্ত সম্প্রদায়ের খ্রিস্টান এবং সমস্ত সম্প্রদায়ের মানুষদের এই মিছিলে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে বলে সূত্রের খবর।
প্রধানমন্ত্রী মোদীর পোশাক মন্তব্যের বিরুদ্ধেই যাজকদের এই প্রতিবাদ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। যদিও গত ২৬ ডিসেম্বর কলকাতার কয়েকটি গির্জা যখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মাঠে নেমেছিল, তখন ধর্মীয় পোশাক নয়, যাজক এবং নানদের নাগরিক পোশাকেই মিছিলে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। সেদিন সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে গান্ধি মূর্তি পর্যন্ত যাত্রা করেন তারা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন