দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের উদ্দেশ্যে অত্যন্ত সাম্প্রদায়িক মন্তব্য করতে শোনা গেল যোগীর রাজ্যের এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে! নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান আন্দোলনে অন্যতম সংবেদনশীল শহরের তালিকায় রয়েছে পশ্চিম উত্তর প্রদেশের মীরাট। সেই মীরাটেই গত শুক্রবার একটি মুসলিম প্রধান এলাকায় ওই পুলিশ কর্মকর্তা সাম্প্রদায়িক মন্তব্য করেন।
ভাইরাল হওয়া একটি মোবাইল ফোনের ভিডিওতে, মীরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং অর্থাৎ জেলা পুলিশের দ্বিতীয় কমান্ডকে রায়ট গিয়ার পরে সরু গলিতে হাঁটতে দেখা যায়। কয়েকজন মুসলিম পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁদের উদ্দেশ্যে অখিলেশকে বলতে শোনা যায়, ‛কাঁহা যাওগে? ইস গলি কো ম্যায় ঠিক করুঙ্গা।’ ‛আমরা কেবল আমাদের নামাজ পড়ছিলাম,’ তাদের মধ্যে থেকেই একজন জবাব দেয়। ‛সে ঠিক আছে। নাহলে আপনাদের যারা যে কালো আর নীল ব্যাজ পরে আছেন, তাদের পাকিস্তানে চলে যেতে বলুন,’ বলেন ওই পুলিশ কর্তা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
এরপর ভিডিওতে দেখা যায় অখিলেশ সিং এবং অন্যান্য পুলিশ সদস্যরা আবার এগিয়ে যেতে শুরু করেন তবে বেশ ক্ষুব্ধ দৃষ্টিতেই অফিসার কমপক্ষে তিনবার ওই মুসলিমদের কাছে ফিরে এসে বলেন, ‛এক এক ঘরকে এক এক আদমি কো জেল মে ভর দুঙ্গা ম্যায়।’ একেবারে শেষে তাকে বলতে শোনা যায়, ‛আমি সবাইকে শেষ করে দেব।’ কোন পরিস্থিতিতে এই কর্মকর্তা এমন সাম্প্রদায়িক প্ররোচনা দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর বিপাকে পড়েছে যোগীর পুলিশ।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন