নয়াদিল্লি, ০৪ সেপ্টেম্বর: গত বছর করোনার প্রকোপে যখন চারিদিকে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন দিল্লিতে তবলীগ জামাতের একটা বিরাট জমায়েত হয়েছিল। সেই জামায়াতের পরিপ্রেক্ষিতে অভিযোগ ওঠে, এই জমায়েত থেকেই নাকি গোটা দেশে করোনা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সেই সময় বিতর্কও কম হয়নি। সেই ঘটনার প্রেক্ষিতেই একটি মামলা শুনানির জন্য উঠেছিল শীর্ষ আদালতে। সেই ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রধান বিচারপতি এনভি রামানা।
দেশে সাম্প্রদায়িক খবরের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, সংবাদমাধ্যমের একাংশ সবকিছুর মধ্যেই সাম্প্রদায়িকতা খুঁজে বেড়ায়। এর জেরে দেশের ভাবমূর্তি ধাক্কা খাচ্ছে বলেও পর্যবেক্ষণে বলে শীর্ষ আদালত। প্ৰধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, ‛সবকিছুর মধ্যেই একটা সাম্প্রদায়িক সূত্র খুঁজে বের করা হয়। সংবাদমাধ্যমের একাংশ এই কাজ করছে। এটা খুবই খারাপ। ওয়েব পোর্টালগুলি শুধুমাত্র ক্ষমতাবানদের কথাই শোনে। কোনও ভিত্তি ছাড়াই যা খুশি লিখতে পারে তারা। ওয়েব পোর্টালগুলি শুধুমাত্র ক্ষমতাবানদের নিয়েই চিন্তিত থাকে। সাধারণ মানুষকে নিয়ে তাদের কোনও ভাবনা নেই। এটাই আমাদের অভিজ্ঞতা। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।’