Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

রাজকোষে নাকি টান? এদিকে ৯২২ কোটি টাকায় তৈরি হবে নতুন সংসদ ভবন, মিলল ছাড়পত্র

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মোকাবিলায় রাজকোষে টান পড়ার যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে পারছে না মোদী সরকার। এই পরিস্থিতিতেও নতুন সংসদ ভবন তৈরির ছাড়পত্র দিল সরকারি কমিটি।

সংশোধিত হিসেবে নতুন সংসদ ভবন তৈরিতে খরচ হবে ৯২২ কোটি টাকা। নতুন সংসদ ভবন, নতুন সচিবালয়, প্রধানমন্ত্রীর নতুন বাসভবন-সহ নয়াদিল্লির রাজপথের দু’পাশের এলাকা ঢেলে সাজার জন্য ২০ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র।

সোনিয়া গান্ধী-সহ বিরোধী নেতা-নেত্রীরা করোনা-পরিস্থিতিতে এই প্রকল্প বাতিলের দাবি তুললেও সরকারি কমিটি ছাড়পত্র দিয়ে বুঝিয়ে দিল, পিছু হটার প্রশ্নই নেই। সূত্রের খবর, কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের এডিজি-র নেতৃত্বাধীন কমিটির বৈঠকে বেসরকারি বিশেষজ্ঞেরা অনুপস্থিত থাকা সত্ত্বেও এই ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!