নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : লকডাউনের ফলে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু পড়ুয়ারা যাতে মিড-ডে মিল পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য উদ্যোগী হয়েছে সরকার। নিয়ম মেনেই প্রতিমাসে পড়ুয়াদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাল আলু।
চলতি মাসে পড়ুয়া পিছু বরাদ্ধ চাল আলু দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায়। অভিভাবকদের হাতে ২কেজি চাল, ২ কেজি আলু তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
প্রতি মাসের শুরুতেই কবে কোন ক্লাসের জন্য খাদ্যদ্রব্য দেওয়া হবে তা জানিয়ে এলাকায় মাইকিং প্রচার করে থাকে স্কুলগুলি। খাবার আনতে যেতে নিষেধ করা হয় পড়ুয়াদের। সরকারি নিয়ম মেনে মুখে মাস্ক পরে বিদ্যালয়ে গিয়ে খাবার সংগ্রহ করেন অবিভাবকরা।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে