নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষকদের তাঁদের নিজের জেলাতেই নিয়োগ করা হবে। রাজ্যের শিক্ষকদের উদ্দেশ্যে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পরপর তিনটি ট্যুইট করে একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এহেন ট্যুইটে সাড়া পড়ে গিয়েছে। মনে করা হচ্ছে, নিজের বাড়ি ছেড়ে দূর জেলায় পড়ে থাকা রেবাউল স্যারদের এইবার সমস্যা মিটতে চলেছে।
ট্যুইটে মমতা বলেন, ‛আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষকদের তাঁদের নিজের জেলায় নিয়োগ করা হবে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে শিক্ষকরা যেমন তাঁদের পরিবারের দেখভাল করতে পারবেন, সম্পূর্ণ চাপমুক্ত হয়ে কাজ করতে পারবেন, তেমনই দেশগঠনের কাজে আরও সক্রিয় হয়ে উঠতে পারবেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাই।’ উল্লেখ্য, নিজের জেলায় চাকরি পাওয়ার দাবি শিক্ষকরা অনেক দিন ধরেই করছিলেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন