দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগামিকাল পুলিশ দিবস৷ তার আগেই এক নজিরগড়া সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশের চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ থেকে ৩০ বছর করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, “পুলিশ দিবস উপলক্ষে আমাকে স্মারকলিপি দিয়েছিলেন। আমাদের সরকার উপরতলা ও নীচুতলার মধ্যে কোনও তারতম্য না দেখে সবার জন্য কাজ করে৷ আমরা কতগুলি সিদ্ধান্ত নিয়েছি৷ এই সিদ্ধান্ত পুরো রাজ্যের জন্য।”
এরপরেই মমতা বলেন, “বয়সের ঊর্ধ্বসীমা যেটা ছিল যেটা ২৭ বছর সেটা আমরা বাড়িয়ে ৩০ বছর করলাম। অনেক দিন ধরে বয়স বাড়ানো নিয়ে ওদের দাবি ছিল৷” পাশাপাশি তিনি এও জানান, “চাকরিকরাকালীন কেউ মারা গেলে তাদের পরিবারের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে৷ তারা তাদের ক্যাটাগরি মতো চাকরি পাবে৷ পুলিশ, সিভিক ভলান্টিয়াররা প্রমোশনের জন্য ২৭ বছর পর্যন্ত আবেদন করতে পারতো। সেটা বাড়িয়ে ৩৫ করা হল৷”