দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিজামুদ্দিন কাণ্ডে সমালোচকদের একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে নিজামউদ্দিন থেকে ফেরা তবলীগ জামাতের কর্মীদের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‛মহামারি জাতি-ধর্ম মানে না, রোগ কখনও হিন্দু-মুসলিম-খ্রীষ্টান দেখে হয় না। তাই তা নিয়ে রাজনীতি করবেন না।’
তিনি আরও বলেন, নিজামুদ্দিনের জামাতে কারা কারা গিয়েছিলেন, সেটি বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রকের দেখার কথা। সেটা দেখা রাজ্যের বিষয় নয়। কিন্তু যে মুহূর্তে বিষয়টি প্রকাশ্যে এসেছে, রাজ্য অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করেছে। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রাজারহাটে একটি কোয়ারেন্টিন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে ২০০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।