Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সাম্প্রদায়িক ও উস্কানিমূলক মন্তব্যের জন্য দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি কমিশনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সাম্প্রদায়িক ও উস্কানিমূলক কথা যেন তাঁর রক্তের বিন্দুতে বিন্দুতে। বিতর্ক যেন তাঁর সঙ্গী। এবার সাম্প্রদায়িক ও উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল সিনহার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কমিশন।

কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে কাল শুক্রবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত কোনও প্রচার করতে পারবেন না দিলীপবাবু। শুধু তা নয়, এরই পাশাপাশি তাঁকে সতর্কও করেছে নির্বাচন সদন।

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনা নিয়ে তীব্র মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ভোটের দিন বুথের কাছে কেউ দুষ্টুমি করলে ফের শীতলকুচির তো ঘটনা ঘটবে। রাজ্য বিজেপি সভাপতির সেই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনা হয়েছিল। কমিশন তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, দিলীপবাবুর মন্তব্য ছিল খুবই উত্তেজক এবং প্ররোচনামূলক। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়ার উপর তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই কারণেই আদর্শ আচরণ বিধির ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছেন, কমিশন এ সব লোক দেখানো ব্যালেন্স করছে। তিনি ও রাহুল সিনহা এক নন। তাঁদের ‘স্ট্যান্ডার্ড’ এক নয়। কমিশনের উচিত অমিত শাহর উপর নিষেধাজ্ঞা আরোপ করা।

 

 

Leave a Reply

error: Content is protected !!